Share/Bookmark Subscribe

সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০১০

Malicious software কী ?

malicious software

Malicious software, যেমন viruses, worms, Trojan horses এইগুলোকে মূলত তৈরি করা হয় কোন কম্পিউটারকে ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এবং মাঝে মাঝে এইগুলোকে Malware হিসেবে চিহ্নিত করা হয়। Spyware মূলত গুপ্তচোর হিসেবে কাজ করে যেমন আপনার কম্পিউটারের কনফিগারেশন পরিবর্তন করে দেয়া, কম্পিউটার গতি কমিয়ে দেয়া ইত্যাদি।

কম্পিউটারে spyware প্রবেশ করার বিভিন্ন মাধ্যম আছে যেমন সফটওয়্যার, কিছু web browser সহ ইত্যাদি। কম্পিউটারে Spyware প্রবেশ করার অন্যতম মাধ্যম হল কোন সফটওয়্যার ইন্সটলের সময়। আর এই malicious software কে দূর করার অন্যতম উপায় হল, আপনি যে সফটয়্যার ইন্সটল করবেন তার উদ্দেশ্য এবং ব্যবহার সম্পর্কে ভাল করে জেনে নেয়া। আপনি যখন কোন সফটয়্যার ইন্সটল করবেন তখন তার disclosure, license agreement, and privacy statement ভাল করে পড়ে দেখবেন। মাঝে মাঝে অপ্রয়োজনীয় সফটয়্যারের বর্ণনা license agreement or privacy statement এর শেষে দেয়া থাকে।

এটি আমার ইংরেজি What is Malicious Software ? ব্লগ এর বাংলা অনুবাদ
EMDAD

Author: Emdad

I am MCSA expert.I do blogging on Networking, Blogger, Computer Tips and Tricks, Latest Technology News. You may write to me about your problem here.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোষ্টের উপর আপনার মূল্যবান মতামত প্রদান করুন।

* আপনাদের যে কোন সমস্যা, মতামত এর মাধ্যমে এইখানে প্রদান করুন