Share/Bookmark Subscribe

শুক্রবার, ২৯ অক্টোবর, ২০১০

আসুন জেনে নিই Windows Server 2003 এর বিভিন্ন ব্যবহার

কম্পিউটারে Server 2003 ইন্সটল করার পরে একজন ব্যবহারকারির পরবর্তী কাজ হল ঐ Server টি কি কাযে ব্যবহার করা হবে তা ঠিক করে দেয়া। যেমন ঐ Serverটি কি DNS, DHCP, Active Directory হিসেবে কাজ করবে নাকি এইসব। আপনি যখন Server 2003 ইন্সটল করবেন প্রথমবার আপনার কম্পিউটারে তখন "Manage Your Server"  নামে একটি উইন্ডো আসবে নিচের ছবির মত

windows server 2003 role detail

এবার আসুন জেনে নিন আপনি আপনার Server কে কি কি কাজে ব্যবহার করতে পারবেন ---- >

File Server : এইটি আপনাকে সাহায্য করবে আপনার কম্পিউটারের ফাইল এবং ডিরেক্টরিকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রন করতে। এই Server এর সাহায্যে আপনি Disk Quota ব্যবহার করতে  পারবেন Userদের জন্য।

Print Server : এর সাহায্যে আপনি আপনার প্রিণ্টারকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রন করতে পারবেন যেমনঃ Printer share, print management সহ ইত্যাদি।

Application Server : এর সাহায্য আপনি Web Hosting এর কাজ করতে পারবেন। আপনি যখন এই Server টি কনফিগার করবেন তখন সে নিজ থেকে IIS 6.0, ASP.NET এবং COM+ ইন্সটল করে থাকে।

Mail Server : আপনার যদি ইচ্ছে হয় যে আপনার ইন্সটল করা windows server 2003 কে Mail Server হিসেবে কাজ করাবেন তখন আপনি এই অপশনটি ব্যবহার করতে পারবেন। আপনি যখন এই Mail  Server কনফিগার করবেন তখন কম্পিউটার নিজ থেকে POP3 এবং SMTP ইন্সটল করে থাকে।

Terminal Server : এর অপশনটি ব্যবহার করলে আপনি Remote Desktop Connection এর সুবিধা পাবেন।  

VPN Server : এইটি আপনাকে একাধিক Protoclo Routing এবং Remote Access করতে সহায্য করে Dial-in, Local Area Network (LAN) এবং Wide Area Network (WAN) এর ক্ষেত্রে। Virtual Private Connection আপনাকে দূরবর্তী সাইটের সাথে Encryption এর সাহায্যে সংযুক্ত হতে সাহায্য করে থাকে।

Domain Controller (Active Directory) : এটি আপনাকে সাহায্য করবে আপনার নেটওর্য়াকে থাকা Client Computer কে Directory Service দিতে। এই অপশনটি আপনাকে নতুন Domain Controller কনফিগার করতে সাহায্য করে।

DNS Server : এর কাজ হল Host Name কে IP address -এ এবং IP addressকে Host Name রুপান্তর করা।

DHCP Server : DHCP এর কাজ হল নেটওর্য়াকে থাকা সকল কম্পিউটারকে IP Address বন্টন করা। আমরা যখন ইন্টারনেট সংযোগ নিই তখন কম্পিউটারে যে 192.168.50.1 IP address দেখতে পাই আসলে ঐ IP address টি ঐ DHCP Server দিয়ে থাকে।

WINS Server : এর সাহায্যে আপনি Computer Name কে NetBios Name থেকে IP address -এ কনফিগার করে থাকে। আর এটি Windows 95 এবং Windows NT এর ক্ষেত্রে বেশী ব্যবহার করা হয়ে থাকে।
এখন আপনি আপনার প্রয়োজন অনুযয়ী আপনার Windows Server 2003 কে কনফিগার করে নিতে পারবেন।

এটি আমার ইংরেজী Server role details in windows server 2003 ব্লগের বাংলা অনুবাদ।
আরো পড়ুন ...

সোমবার, ২৫ অক্টোবর, ২০১০

Directory Service বলতে কি বুঝায় ?

আমরা যারা নেটওর্য়াকিং নিয়ে কাজ করি তাদের কাছে এই Directory Service টি বেশ পরিচিত। Directory Service হল নেটওর্য়াকের এমন একটি সার্ভিস, যে নেটওর্য়াকের সকল Resources চিহ্নিত করে এবং ঐ সকল Resources এর যাবতীয় তথ্য ব্যবহারকারির নিকট সরবরাহ করে থাকে। উদাহরণ হিসেবে বলি, আমরা যখন কম্পিউটার থেকে Share Folder এর জন্য কোন  search করি নেটওর্য়াকের মাধ্যমে তখন এই Directory Service আমাদের সামনে ঐ Share Folder টি খুজে বের করতে সাহায্য করে।

A directory service is a network service that identifies all resources on a network and makes that information available to users and applications

Directory Service এর অত্যন্ত গুরত্বপূর্ণ Service হল Active Directory. এই Active Directory নেটওর্য়াকিং এর Windows Server 2003 and Server 2008 এর ক্ষেত্রে খুব অবদান রাখে।

এই Active directory এর যেসকল সুবিধা আছে তা হল-

Domain Name System (DNS) Integration

এই DNS এর কাজ হল কোন নামকে আইপি/IP address -এ রুপান্তরিত করা। যেমনঃ আমরা যখন ইন্টারনেটে www.microsoft.com লিখে সার্চ করি তখন এই DNS www.microsoft.com কে 192.168.19.2  আইপি/IP address -এ রুপান্তরিত করে আমাদের কম্পিউটারের সামনে নিয়ে আসে।

Scalability

এই Active directory এর সাহায্যে আপনি ১- ১০০০০০০০০ বেশি কম্পিউটারকে খুব সহজে  অন্তর্ভুক্ত করতে পারবেন আপনার চাহিদা অনুসারে।

Centralized Management

এই Active directory এর সাহায্যে আপনি একটি সার্ভার কম্পিউটারে বসে একসাথে ১-১০০০০০০০০০০টির বেশি কম্পিউটারকে খুব সহজে নিয়ন্ত্রন করতে পারবেন। যেমন আপনার যদি কোন কম্পিউটারে একসাথে ৫টি কম্পিউটারে ১০০টি User Account খুলতে হয় তাহলে আপনি তা খুব সহজে এই Active directory এর সাহায্যে করতে পারবেন।

Delegated Administration

এই delegated administration এর সাহায্যে আপনি খুব সহজে আপনার কিছু কাজ অন্য User এর নিকট বন্টণ করতে পারবেন। যেমন, আপনার প্রতিষ্টানে কোন কারণে নতুন করে ১০০০টি User Account খুলতে হবে। কিন্তু আপনার যদি ইচ্ছে হয় যে আপনি কিছু পরিমাণ User Account তৈরির কাজ অন্য কাউকে দিয়ে করাবেন, তখন আপনি এই delegated administration এর সুবিধা গ্রহন করতে পারবেন।

আরো বিস্তারিত জানতে পারবেন এইখানে What is a Directory Service ?
আরো পড়ুন ...

শনিবার, ২৩ অক্টোবর, ২০১০

জেনে নিন Windows Server 2003 এর বিভিন্ন Edition সম্পর্কে

Windows Server 2003 কে ব্যবহার করা হয় মূলত Server এর বিভিন্ন প্রয়োজনে যেমনঃ Networking, DHCP, DNS, Domain Controller, WEB সহ আরো অনেক কাজে। আর এই Windows Server 2003 এর রয়েছে বিভিন্ন Edition, এদের কাজের প্রকৃতি অনুসারে। নিচে তাদের সম্পর্কে বিস্তারিত লেখা হল 

Web Edition : এই Windows Server 2003, Web Edition কে মূলত তৈরি করা হয়েছে Web Server এর কাজ করার জন্য। মাইক্রোসফট এই Editionটি ব্যক্তিক্ষত্রে বিক্রি করে না, শুধুমাত্র তাদের Business Partner দের বিক্রি করে থাকে। তাছাড়া এই Edition টি Active Directory Domain এর সদস্য হতে পারে কিন্তু সে নিজে Active Directory Domain Controller হতে পারে না।

Small Business Server Edition : এই Edition টি মূলত সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এর ২টি Edition: Standard এবং Premium রয়েছে. এই Small Business Server Edition টি দিয়ে Web Server, File and infrastructure server এবং Domain Controller এর কাজ করা যায়।

Standard Edition : নির্ভরযোগ্য নেটওর্য়াক অপারেটিং সিস্টেম, সহজ এবং দ্রুততার জন্য এই Editionটি সবার নিকট বেশ প্রিয়। এই Standard Edition এর সাহায্যে আপনি Web Server, File and infrastructure server এবং Domain Controller এর কাজ করতে পারবেন।

Enterprise Edition : Windows Server 2003, Standard Edition এর সবগুলো বৈশিষ্ট্য এই Edition টির মধ্যে আছে। আপনি এই Enterprise Edition টি দিয়ে Web server, File and infrastructure server, Domain Controller এবং Scalable, business-critical applications এর কাজ করতে পারবেন। এই Windows Server 2003, Enterprise Edition টি মূলত মাঝারি এবং বড় ব্যবসাক্ষেত্রকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। Windows Server 2003 Standard Edition এবং Windows Server 2003 Enterprise এর মধ্যে মূল পাথর্ক্য হল এদের High-Performance. Enterprise Edition উচ্চ গতির Server এর কাজ করতে পারে যা Standard Edition দিয়ে হয় না। 

Datacenter Edition : এই Edition টি হল জটিল Application এবং উচ্চ গতির Scalability এবং Availability নির্ভর উপযোগি। এই Edition এবং Enterprise Edition এর মধ্যে পাথর্ক্য হল Datacenter Edition অনেক বেশি Memory এবং Powerful Multiprocessor কাজ করে থাকে। 

এট আমার ইংরেজী Windows Server 2003 Editions এর বাংলা অনুবাদ
আরো পড়ুন ...

শনিবার, ১৬ অক্টোবর, ২০১০

আপনার গুরত্বপূর্ন গেমস এবং সফটওয়্যারকে পাসওয়ার্ড দিয়ে নিরাপদ রাখুন

আমাদের সবার কাছে এমন অনেক গেমস এবং সফটওয়্যার আছে যেগুলো অনেক বেশি গুরত্বপূর্ন। আর এই গেমস বা সফটওয়্যারকে যদি পাসওয়ার্ড দিয়ে নিরাপদে রাখা যায়, যেন কেউ চুরি করে অন্য কম্পিউটারে ব্যবহার করতে না পারে তাহলে বেশ ভাল হয়। তাহলে বেশি কথা না বলে দেখিয়ে দিই কিভাবে করবেন। প্রথমে 1 MB এই Freeware  প্রোগ্রামটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। ইন্সটল করা শেষে প্রোগ্রামটি অপেন করুন। নিচের মত একটি ছবি দেখতে পারবেন
How to make password protected game
এরপর আপনি OPEN -এ ক্লিক করে আপনার ঐ কাঙ্খিত .exe ফাইলটি দেখিয়ে দিন নিচের ছবির মত
How to make password protected game
এখন আপনি আপনার কাঙ্খিত পাসওয়ার্ড দিয়ে Protect এ ক্লিক করুন নিচের ছবির মত।
How to make password protected game
এখন আপনার ঐ পাসওয়ার্ড দেয়া ফাইলটিকে চালু করলে নিচের মত একটি ছবি আসবে পাসওয়ার্ড দেয়ার জন্য 
How to make password protected game
এখন এই পাসওয়ার্ড দেয়া প্রোগ্রামটি অন্য কম্পিউটারে কেউ চুরি করে ব্যবহার করলে ততক্ষন পযর্ন্ত ব্যবহার করা যাবে না যতক্ষন না সঠিক পাসওয়ার্ড দেয়া হবে।  এটি আমার Make your Games and Software are password protected ব্লগের বাংলা অনুবাদ
আরো পড়ুন ...

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০১০

কিভাবে ইন্টারনেট এর সাহায্যে ফাইল আদান-প্রদান করা হয় ?

আমরা তো কম বেশী সবাই ইন্টারেনেট এর সাহায্যে বিভিন্ন রকমের ফাইল একে অপরকে পাঠিয়ে থাকি। কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন এই ফাইল ইন্টারেনেট এর মাধ্যমে কিভাবে প্রেরন করা বা গ্রহন করা হয়। আজ আমি আমি আমার এই পোষ্টে সেই বিষয়টি ব্যাখ্যা করব।

OSI model কে ব্যবহার করা হয়  নেটওয়ার্ক এর মধ্যে কিভাবে যোগাযোগ স্থাপন হয় সেটিকে বুঝানোর জন্য। এই OSI model ১৯৭৮ সালে প্রবতির্ত হয় International Organization for Standardization (ISO) দ্বারা। এই OSI model এর সাহায্যে সাতটি ধাপে ফাইল পাঠানো এবং গ্রহন এর কাজ করা হয়। আর এই OSI model এর সাতটি ধাপগুলো হল

What is the OSI Model

* Application Layer : যখন আপনি কোন ফাইল ইন্টারেনেট এর সাহায্যে পাঠান তখন Application Layer ঐ ফাইলের জন্য নেটওয়ার্কে প্রবেশ পথ হিসেবে কাজ করে। আপনার পাঠানো ফাইলগুলো প্রথমে Application Layer-এ এসে হাজির হয় নেটওয়ার্কে তার প্রবেশ টিকিট পাওয়ার জন্য।

* Presentation Layer : আপনার পাঠানো ফাইলগুলো যখন Application Layer এর প্রবেশ টিকেট পায় তখন সেই ফাইলটি Presentation Layer-এ এসে হাজির হয়। এই Presentation Layer এর কাজ হল ঐ ফাইলগুলোকে নেটওয়ার্কের উপযোগী বিভিন্ন syntax -এ রুপান্তর করা। আর আপনার পাঠানো ফাইল যখন আপনার প্রেরকের নিকট চলে আসে তখন এই Presentation Layer ঐ ফাইলকে আবার কম্পিউটার উপযোগি Syntax-এ রুপান্তর করে নেয়।

* Session Layer : এই Session Layer  কাজ হল প্রেরক এবং প্রাপকের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে নেটওয়ার্কের স্থাপন নিশ্চিতকরন করা।

* Transport Layer : এই Transport Layer এর কাজ হল ফাইলগুলোকে যেভাবে পাঠানো হয়েছে ঠিক সেইভাবে প্রাপকের নিকট কোন ধরনের তথ্য না হারিয়ে বা কোন ফাইল কপি না করে ঠিকভাবে প্রেরন করা। যখন কোন ফাইল নেটওয়ার্কের মাধম্যে পাঠানো হয় ত্তখন সেই ফাইলকে বিভিন্ন অংশে বিভক্ত করে প্রাপকের নিকট পাঠানো হয়।

* Network Layer : এই Layer এর কাজ হল প্রেরকের নেটওয়ার্কের মাধ্যম চিহ্নিত করা এবং সেই নেটওয়ার্ক দিয়ে অন্যান্য নেটওয়ার্কে যোগাযোগ স্থাপন করা।

* Data-Link Layer : এই Layer-টির কাজ হল কোন ধরনে ভুল ছাড়া পাঠানো ফাইলগুলোকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে (নেটওয়ার্কের মাধম্যে) পাঠানো।

* Physical Layer : এই Layer এর সাহায্যে প্রেরকের পাঠানো ফাইলগুলো প্রাপকের কম্পিউটারে এসে হাজির হয়।

**** আমরা যখন কোন ফাইল ডাউনলোড করি তখন এই উপরের সাতটি ধাপ ধারাবাহিকভাবে সম্পন্ন করে ডাউনলোডকৃত ফাইলটি আমাদের কম্পিউটারে আসে ****

এটি আমার ইংরেজি ব্লগের What is the OSI Model? বাংলা অনুবাদ
আরো পড়ুন ...