Share/Bookmark Subscribe

সোমবার, ২৫ অক্টোবর, ২০১০

Directory Service বলতে কি বুঝায় ?

আমরা যারা নেটওর্য়াকিং নিয়ে কাজ করি তাদের কাছে এই Directory Service টি বেশ পরিচিত। Directory Service হল নেটওর্য়াকের এমন একটি সার্ভিস, যে নেটওর্য়াকের সকল Resources চিহ্নিত করে এবং ঐ সকল Resources এর যাবতীয় তথ্য ব্যবহারকারির নিকট সরবরাহ করে থাকে। উদাহরণ হিসেবে বলি, আমরা যখন কম্পিউটার থেকে Share Folder এর জন্য কোন  search করি নেটওর্য়াকের মাধ্যমে তখন এই Directory Service আমাদের সামনে ঐ Share Folder টি খুজে বের করতে সাহায্য করে।

A directory service is a network service that identifies all resources on a network and makes that information available to users and applications

Directory Service এর অত্যন্ত গুরত্বপূর্ণ Service হল Active Directory. এই Active Directory নেটওর্য়াকিং এর Windows Server 2003 and Server 2008 এর ক্ষেত্রে খুব অবদান রাখে।

এই Active directory এর যেসকল সুবিধা আছে তা হল-

Domain Name System (DNS) Integration

এই DNS এর কাজ হল কোন নামকে আইপি/IP address -এ রুপান্তরিত করা। যেমনঃ আমরা যখন ইন্টারনেটে www.microsoft.com লিখে সার্চ করি তখন এই DNS www.microsoft.com কে 192.168.19.2  আইপি/IP address -এ রুপান্তরিত করে আমাদের কম্পিউটারের সামনে নিয়ে আসে।

Scalability

এই Active directory এর সাহায্যে আপনি ১- ১০০০০০০০০ বেশি কম্পিউটারকে খুব সহজে  অন্তর্ভুক্ত করতে পারবেন আপনার চাহিদা অনুসারে।

Centralized Management

এই Active directory এর সাহায্যে আপনি একটি সার্ভার কম্পিউটারে বসে একসাথে ১-১০০০০০০০০০০টির বেশি কম্পিউটারকে খুব সহজে নিয়ন্ত্রন করতে পারবেন। যেমন আপনার যদি কোন কম্পিউটারে একসাথে ৫টি কম্পিউটারে ১০০টি User Account খুলতে হয় তাহলে আপনি তা খুব সহজে এই Active directory এর সাহায্যে করতে পারবেন।

Delegated Administration

এই delegated administration এর সাহায্যে আপনি খুব সহজে আপনার কিছু কাজ অন্য User এর নিকট বন্টণ করতে পারবেন। যেমন, আপনার প্রতিষ্টানে কোন কারণে নতুন করে ১০০০টি User Account খুলতে হবে। কিন্তু আপনার যদি ইচ্ছে হয় যে আপনি কিছু পরিমাণ User Account তৈরির কাজ অন্য কাউকে দিয়ে করাবেন, তখন আপনি এই delegated administration এর সুবিধা গ্রহন করতে পারবেন।

আরো বিস্তারিত জানতে পারবেন এইখানে What is a Directory Service ?
EMDAD

Author: Emdad

I am MCSA expert.I do blogging on Networking, Blogger, Computer Tips and Tricks, Latest Technology News. You may write to me about your problem here.

1 টি মন্তব্য:

এই পোষ্টের উপর আপনার মূল্যবান মতামত প্রদান করুন।

* আপনাদের যে কোন সমস্যা, মতামত এর মাধ্যমে এইখানে প্রদান করুন