আমাদের সবার কাছে এমন অনেক গেমস এবং সফটওয়্যার আছে যেগুলো অনেক বেশি গুরত্বপূর্ন। আর এই গেমস বা সফটওয়্যারকে যদি পাসওয়ার্ড দিয়ে নিরাপদে রাখা যায়, যেন কেউ চুরি করে অন্য কম্পিউটারে ব্যবহার করতে না পারে তাহলে বেশ ভাল হয়। তাহলে বেশি কথা না বলে দেখিয়ে দিই কিভাবে করবেন।
প্রথমে 1 MB এই Freeware প্রোগ্রামটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। ইন্সটল করা শেষে প্রোগ্রামটি অপেন করুন। নিচের মত একটি ছবি দেখতে পারবেন
এরপর আপনি OPEN -এ ক্লিক করে আপনার ঐ কাঙ্খিত .exe ফাইলটি দেখিয়ে দিন নিচের ছবির মত
এখন আপনি আপনার কাঙ্খিত পাসওয়ার্ড দিয়ে Protect এ ক্লিক করুন নিচের ছবির মত।
এখন আপনার ঐ পাসওয়ার্ড দেয়া ফাইলটিকে চালু করলে নিচের মত একটি ছবি আসবে পাসওয়ার্ড দেয়ার জন্য
এখন এই পাসওয়ার্ড দেয়া প্রোগ্রামটি অন্য কম্পিউটারে কেউ চুরি করে ব্যবহার করলে ততক্ষন পযর্ন্ত ব্যবহার করা যাবে না যতক্ষন না সঠিক পাসওয়ার্ড দেয়া হবে।
এটি আমার Make your Games and Software are password protected ব্লগের বাংলা অনুবাদ
I am MCSA expert.I do blogging on Networking, Blogger, Computer Tips and Tricks, Latest Technology News. You may write to me about your problem
here.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোষ্টের উপর আপনার মূল্যবান মতামত প্রদান করুন।
* আপনাদের যে কোন সমস্যা, মতামত এর মাধ্যমে এইখানে প্রদান করুন