Share/Bookmark Subscribe

শনিবার, ২৩ অক্টোবর, ২০১০

জেনে নিন Windows Server 2003 এর বিভিন্ন Edition সম্পর্কে

Windows Server 2003 কে ব্যবহার করা হয় মূলত Server এর বিভিন্ন প্রয়োজনে যেমনঃ Networking, DHCP, DNS, Domain Controller, WEB সহ আরো অনেক কাজে। আর এই Windows Server 2003 এর রয়েছে বিভিন্ন Edition, এদের কাজের প্রকৃতি অনুসারে। নিচে তাদের সম্পর্কে বিস্তারিত লেখা হল 

Web Edition : এই Windows Server 2003, Web Edition কে মূলত তৈরি করা হয়েছে Web Server এর কাজ করার জন্য। মাইক্রোসফট এই Editionটি ব্যক্তিক্ষত্রে বিক্রি করে না, শুধুমাত্র তাদের Business Partner দের বিক্রি করে থাকে। তাছাড়া এই Edition টি Active Directory Domain এর সদস্য হতে পারে কিন্তু সে নিজে Active Directory Domain Controller হতে পারে না।

Small Business Server Edition : এই Edition টি মূলত সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এর ২টি Edition: Standard এবং Premium রয়েছে. এই Small Business Server Edition টি দিয়ে Web Server, File and infrastructure server এবং Domain Controller এর কাজ করা যায়।

Standard Edition : নির্ভরযোগ্য নেটওর্য়াক অপারেটিং সিস্টেম, সহজ এবং দ্রুততার জন্য এই Editionটি সবার নিকট বেশ প্রিয়। এই Standard Edition এর সাহায্যে আপনি Web Server, File and infrastructure server এবং Domain Controller এর কাজ করতে পারবেন।

Enterprise Edition : Windows Server 2003, Standard Edition এর সবগুলো বৈশিষ্ট্য এই Edition টির মধ্যে আছে। আপনি এই Enterprise Edition টি দিয়ে Web server, File and infrastructure server, Domain Controller এবং Scalable, business-critical applications এর কাজ করতে পারবেন। এই Windows Server 2003, Enterprise Edition টি মূলত মাঝারি এবং বড় ব্যবসাক্ষেত্রকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। Windows Server 2003 Standard Edition এবং Windows Server 2003 Enterprise এর মধ্যে মূল পাথর্ক্য হল এদের High-Performance. Enterprise Edition উচ্চ গতির Server এর কাজ করতে পারে যা Standard Edition দিয়ে হয় না। 

Datacenter Edition : এই Edition টি হল জটিল Application এবং উচ্চ গতির Scalability এবং Availability নির্ভর উপযোগি। এই Edition এবং Enterprise Edition এর মধ্যে পাথর্ক্য হল Datacenter Edition অনেক বেশি Memory এবং Powerful Multiprocessor কাজ করে থাকে। 

এট আমার ইংরেজী Windows Server 2003 Editions এর বাংলা অনুবাদ
EMDAD

Author: Emdad

I am MCSA expert.I do blogging on Networking, Blogger, Computer Tips and Tricks, Latest Technology News. You may write to me about your problem here.

২টি মন্তব্য:

  1. কোন সার্ভিস কি করে সেটা বুঝলাম কিন্তু কিভাবে কমান্ড লিখতে/দিতে হবে তা লেখেননি; পরবর্তীতে সেসব পোস্ট সম্ভব হলে... লিখবেন।
    dotshine04@gmail.com

    উত্তরমুছুন
  2. Server and website ar modda partokko ki ......? Please answer shafik.rahman333@gmail.com

    উত্তরমুছুন

এই পোষ্টের উপর আপনার মূল্যবান মতামত প্রদান করুন।

* আপনাদের যে কোন সমস্যা, মতামত এর মাধ্যমে এইখানে প্রদান করুন