Share/Bookmark Subscribe

বুধবার, ১৮ আগস্ট, ২০১০

কিভাবে Hard Disk Partition এর জায়গা বাড়াবেন?


আমরা কম বেশি সবাই একটা সাধারণ সমস্যার সম্মুখিন হয়, আর তা হল Hard Disk Partition এর জায়াগা নিয়ে। ধরূন আপনার computer-এ C: Drive-এ ১৫ জিবি জায়গা বরাদ্দ আছে। এবং এইখানে আপনার Windows file আছে। হঠাৎ করে আপনার ঐ C: ড্রাইভের জায়গা শেষ হয়ে গেল।যার কারণে আপনি নতুন কোন প্রোগ্রাম ইন্সটল করতে পারছেন না যতক্ষন না আপনি ঐ ড্রাইভের জায়গা খালি করছেন। কিন্তু আপনার সব ফাইলই অনেক প্রয়োজনিয় এবং আনইন্সটল করার মত নয়। এখন আপনি কি করবেন ? অনেকে হয়ত বলবেন Disk compress করবেন, Disk cleanup করবেন, অন্য ড্রাইভে প্রোগ্রাম ইন্সটল করবেন ইত্যাদি। যদি এইরকম হয় যে আপনাকে, আপনার কোন প্রোগ্রাম আনইন্সটল করতে হবে না এবং আপনার ঐ ড্রাইভের জন্য আপনি আরো নতুন করে আপনার ইচ্ছে মত জায়গা বরাদ্ধ দিতে পারবেন, তাহলে কেমন হবে। ভাল, বেশি ভাল নাকি অনেক ভাল হবে? আপনার উত্তর যাই হোক না কেন, দেখিয়ে দিই কিভাবে?

আমরা যে পদ্ধতিটা এইখানে ব্যবহার করব তাকে MOUNT বলে। এই MOUNT এর সাহায্যে আপনি C: ড্রাইভের সাথে আপনার Hard disk-এ থাকা অন্যান্য ড্রাইভের সাথে লিংক দিতে পারবেন।

উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। ধরুন আপনার Hard disk-এ ৪টি ড্রাইভ রয়েছে যথাক্রমে C, D, E এবং F. প্রতিটি ড্রাইভের জন্য বরাদ্ধ দেয়া আছে ২০ জিবি করে। আর আপনার Winodws রয়েছে C: তে। এখন আপনার C: ড্রাইভের জায়গা শেষ। এখন আমি এই C: ড্রাইভের জায়গা বাড়ানোর জন্য C: ড্রাইভের সাথে D: ড্রাইভের লিংক দিয়ে দিব যাতে করে আমি নতুন করে যে প্রোগ্রামগুলো ইন্সটল করব (যে প্রোগ্রামগুলো Windows ড্রাইভ ছাড়া অন্য ড্রাইভে ইন্সটল হয় না) তা যেন এই D: ড্রাইভে ইন্সটল হয়ে যায়।

মনে রাখবেন যতক্ষন আপনার Mount করা ড্রাইভের জায়গা খালি থাকবে ততক্ষন আপনি ঐ ড্রাইভ ব্যবহার করতে পারবেন, শেষ হয়ে গেলে আপনার আগের করা Mount drive-এর সাথে নতুন করে আরেকটি Mount drive করে দিন।

আসুন তাহলে প্রক্রিয়াটা দেখে নিই।

প্রথমে আপনি আপনার ডেস্কটপ থেকে My computer এর উপর Right mouse ক্লিক করুন। এরপর এইখান থেকে Manage-এ ক্লিক করুন। একটি নতুন উইন্ডো আসবে।এইখান থেকে Disk Management -এ যান। এরপর আপনি আপনার যে ড্রাইভের জন্য Mount options ব্যবহার করবেন তার উপর Right Mouse ক্লিক করুন। নিচের ছবিটি দেখুন

how to use mount option in hard disk

এখন এইখান থেকে "Change Drive Letter and Paths" এর উপর ক্লিক করে "Add" -এ ক্লিক করুন এবং Browse করে আপনার ঐ ড্রাইভটি দেখিয়ে দিন। (আপনি সরাসরি কোন ড্রাইভ ব্যবহার করতে পারবেন না, আপনাকে ঐ ড্রাইভের একটি ফোল্ডার দেখিয়ে দিতে হবে) নিচের ছবটি দেখুন

how to use mount option in hard disk


এরপর OK করে বের হয় আসুন।

ফলাফল দেখুন

Mount করার আগে ফোল্ডারের অবস্থা ঃ

how to use mount option in hard disk

Mount করার পর ফোল্ডারের অবস্থা

how to use mount option in hard disk

এটি How to mount hard disk partition ? এর বাংলা অনুবাদ

আরো পড়ুন ...

শুধূ ডস কমান্ড দিয়ে আপনার Pen drive কে Bootable windows 7 -এ তৈরি করুন

Pen drive-এর উপকারিতা কি কি তা আমাদের সবারই জানা আছে। এই Pen drive-এর অনেকগুলো উপকারিতার মধ্যে একটি উপকারিতা হল এটা দিয়ে খুব সহজে এবং দ্রুততম সময়ে অপারেটিং সিস্টেম ইন্সটল করা যায়। কিন্তু এই সুবিধা ভোগ করার জন্য আমাদেরকে 3rd party software ব্যবহার করতে হয়। কিন্তু এখন আর 3rd party software ব্যবহার করতে হবে না আপনাকে Bootable windows 7 Pen drive তৈরি করতে। আসুন দেখে নিই কিভাবে--

আপানার যা প্রয়োজন - ১

* ৪ জিবি পেন-ড্রাইভ (NTFS ফাইল সিস্টেম -এ ফরম্যাট করা) এবং windows 7 installation ডিস্ক।


এখন শুরু করা যাক Bootable windows 7 Pen drive তৈরি করা --

১ প্রথমে আপনি ডস কমান্ড ওপেন করুন। Start>>>all programs>>>accessories>>>Command prompt

২ এখন টাইপ করুন Xcopy X:\*.* /s/e/f  Y:\

মনে রাখা প্রয়োজন যে, এখানে X দিয়ে CD Drive কে এবং Y দিয়ে Pen drive কে বুঝানো হয়েছে।
 

how to make bootable windows 7 pen drive


৩ এখন আপনার Bootable windows 7 Pen drive তৈরি করা শুরু হবে বেশি হলে ৫-১০ মিনিট সময়  লাগবে।

এরপর আপনি আপনার কম্পিউটার restart করে BIOS থেকে Pen drive থেকে বুট করার জন্য কনফিগার করে দিন।

এটি How to create Bootable pen drive for Windows Seven এর বাংলা অনুবাদ
আরো পড়ুন ...

Ubuntu live CD এর বিকল্প হিসেবে Ubuntu live Pendrive ব্যবহার করুন

Ubuntu live Pendrive অপেক্ষাকৃত কম সময়ে চালু হয় Ubuntu live CD থেকে অনেক দ্রুতভাবে। বেশি কথা না বলে দেখিয়ে দিই কিভাবে।

যা প্রয়োজন :

১। Unebootin software. সাইজ : 4.31 MB. ডাউনলোড ঠিকানা Unebootin

২। Ubuntu installation ISO file. এটি ফ্রিতে পাওয়া যায়। ডাউনলোড ঠিকানা http://www.ubuntu.com/getubuntu/download

৩। ১ থেকে ২ GB ধারন ক্ষমতাসম্পন্ন পেন ড্রাইভ

এখন তৈরি করা যাক উবুন্তু ইউএসবি

* প্রথমে ডাউনলোড করা Unebootin রান করুন
 
* একটি নতুন উইনন্ডো আসবে

* এখানে আপনার ডাউনলোড করা Ubuntu ISO ফাইলটি দেখিয়ে দিন এবং সবার নিচে  ড্রাইভ হিসেবে আপনার পেন ড্রাইভকে দেখিয়ে  OK বাটনে ক্লিক করুন
 

* আপনার উবুন্তু ইউএসবি তৈরি করা কাজ শুরু হবে। (৫-৬ মিনিট লাগতে পারে বেশি হলে)
 
* উবুন্তু ইউএসবি তৈরি করা শেষ হলে একটি মেসেজ আসবে Reboot এবং  Exit নিয়ে

* আপনার উবুন্তু ইউএসবি তৈরি করা শেষ। এখন আপনার কম্পিউটার রিবুট করে BIOS কনফিগার করুন পেন ড্রাইভ থেকে বুট করার জন্য। 

এটি Create a Bootable UBUNTU Pen Drive  এর বাংলা অনুবাদ
আরো পড়ুন ...

খুব সহজে আপনার হারিয়ে যাওয়া Administrator password recover করুন

আমরা কম বেশি সবাই এই সমস্যার সম্মুখিন হয় Administrator এর Password ভুলে যাওয়া নিয়ে। অনেকে হয়ত বলবেন এটা আবার এমন কি কঠিন কাজ ! এই কাজটি করার জন্য আমরা তো My computer -> Manage -> local users and groups -> users এর অপশন থেকে করতে পারি। কিন্তু আপনি এই কাজটি তখনই করতে পারবেন যখন আপনি আপনার কম্পিউটারে লগিন করতে পারবেন। আর যখন লগিন করতে পারবেন না তখন কি করবেন ?
আজ আমি আমার এই পোষ্টে এই সমস্যার সমাধান ব্যাখ্যা করব।
এখন শুরু করা যাক সমস্যার সমাধানের কাজ। এই সমস্যা সমাধানের জন্য আপনি নিচের ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করুন।
১ প্রথমে আপনি আপনার এক্সপি সিডি আপনার সিডি ড্রাইভে রেখে BIOS থেকে আপনার computer কে সিডি থেকে বুট করার জন্য কনফিগার করে দিন।
২ এরপর computer যখন বুট করে তখন একটি লেখা আসে যে “Press any Key to boot from cd..”  যে কোন কি প্রেস করুন আপনার keyboard থেকে।
৩ এরপর computer আপনার এক্সপি সেটাপ শুরু করবে।
৪ computer সেটাপ শুরুর এক সময় আপনাকে ENTER কে চাপ দিতে বলবে এবং ENTER কি চাপ দিন
৫ এরপর কম্পিউটার আপনাকে লাইসেন্স অনুমতি গ্রহনের জন্য Keyboard থেকে F8 চাপ দিতে বলবে, আপনি F8 প্রেস করুন
৬ এরপর computer আপনাকে একটি অপশন দিবে আপনার আগের সেটাপ থাকা এক্সপি-কে REPAIR করার জন্য এবং এর জন্য আপনাকে Keyboard থেকে R চাপ দিতে বলবে। আপনি Keyboard থেকে R প্রেস করুন। নিচের ছবিটি দেখুন

৭ এখন computer repair এর কাজ শুরু করবে এবং Repair এর কাজ শেষ করে সে নিজ থেকে RESTART নিবে।
৮ এরপর সে এক্সপি সেটাপ শুরু করবে। এইখানে একটু ভাল করে লক্ষ্য করুন। আপনার computer যখন সেটাপ শুরু করবে তখন মনিটরের স্ক্রীনের বাম পাশে “Installing Devices” নামে একটি চলমান প্রক্রিয়া শুরু হবে। এবং ঠিক  এই সময় আপনি আপনার Keyboard থেকে SHIFT + F10 চাপুন। একটি command prompt অপশন আসবে। নিচের ছবিটি দেখুন

৯ এখন আপনি এই command prompt -এ NUSRMGR.CPL লিখে ENTER কি চাপুন। নিচের মত একটি অপশন আসবে

১০ এখন এই অপশন থেকে আপনি আপনার User account select করুন। এরপর নিচের মত একটি ছবি আসবে

১১ এখন আপনি এইখান থেকে আপনার ঐ User account এর জন্য নতুন করে PASSWORD দিয়ে এই অপশনটাকে এবং command prompt বন্ধ করে দিন।
১২ এরপর আপনার computer বাকি কাজগুলো শেষ করবে।
বলা বাহুল্য যে, এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার computer -এ থাকা আগের এক্সপি সেটিংসের কোন CHANGE হবে না।
How to recover forgot administrator user account password in windows xp    এর বাংলা অনুবাদ
আরো পড়ুন ...

আপনি কোন ফাইল সিস্টেম ব্যবহার করবেন FAT,FAT32 অথবা NTFS ?

আমরা কম বেশি সবাই জানি যে, Hard Disk ৩ ধরনের ফাইল সিস্টেম ব্যবহার করে। আর তা হল FAT, FAT32 এবং NTFS আর এই ৩ ধরনের ফাইল সিস্টেম নিয়ে অনেকের মধ্যে কিছুটা সমস্যা দেখা দেয়, কোন ফাইল সিস্টেমটা ব্যবাহার করব এবং কেন? আজকে আমি আমার এই পোষ্টে এই বিষয়টি নিয়ে আলোচনা করব।
FAT : এই ফাইল সিস্টেমটি windows xp এর আগের অপারেটিং সিস্টেমগুলোতে ব্যবহার করা হত। যেমন Microsoft Xp Professional, Microsoft Winodws 2000 Professional, Microsoft Windows NT Workstation 4.0, Microsoft 95 OSR2, Windows 98, Microsoft Windows Millennium Edition, MS-DOS এইগুলোতে। এই ফাইল সিস্টেম বেশি হলে ২ GB ব্যবহার করতে পারে একটি Hard dsik partition এর জন্য এবং এর বেশি ব্যবহার করার ক্ষমতা এর নেই। এই ফাইল সিস্টেম ৬৪ KB ব্যবহার করে Cluster এর জন্য।
FAT32 : এই ফাইল সিস্টেমটি  window xp professional, windows 2000 professional, windows 95, windows 98 এবং windows millennium ব্যবহার করা হয়। এই ফাইল সিস্টেম বেশি হলে ৩২ GB ব্যবহার করতে পারে একটি Hard dsik partition এর জন্য।এই ফাইল সিস্টেম ১৬ KB ব্যবহার করে Cluster এর জন্য।
NTFS : এই ফাইল সিস্টেম Windows এর একটি দারুন ফাইল সিস্টেম। এটি Microsoft Windows NT workstation 4.0, Windows 200 Professional, Windows XP Professional এবং এর পরের অপারেটিং সিস্টেমগুলোতে কাজ করে। এর কোন সীমাবদ্ধতা নেই Hard disk partition তৈরি করার জন্য। এটি মাত্র ৪ KB ব্যবহার করে cluster এর জন্য। এর মধ্যে নতুন যে বৈশিষ্ট্যগুলো আছে তা হল -
১ স্থায়িত্ব এর একটি অন্যতম বৈশিষ্ট্য। আমরা মাঝে মাঝে বলে থাকি যে Hard Disk কোন সমস্যা থাকলে এর কোন Bad Sector আছে কিনা চেক করার জন্য। আর এর জন্য আমার যে কমান্ডটি ব্যবহার করি তা হল CHKDSK। আপনি যদি NTFS ফাইল সিস্টেম ব্যবহার করেন তাহলে ঐ Bad sector টি NTFS এর সাহায্যে ঠিক করা যায় এবং NTFS  ঐ Bad sector টি আর ব্যবহার করে না।
২ নিরাপত্তা এর অন্যতম বৈশিষ্ট্য। NTFS আপনাকে দুটি উপায়ে নিরাপত্তা দিয়ে থাকে। Security এবং Encryption.
৩ NTFS এর সাহয্যে আপনি আপনার Hard Disk-এর জায়গা সেভ করতে পারবেন Compress Utility ব্যবহার করে
৪ NTFS আপনাকে FAT এবং FAT32 এর মত সীমাবদ্ধতা দেয় না Hard Disk Partition তৈরি করার সময়।
৫ NTFS ফাইল সিস্টেম ব্যবহার করা যায় Windows XP, Windows 2000 Professional, Microsoft  Windows NT Workstation 4.0 এবং এর পরের অপারেটিং সিস্টেমগুলোতে।
৬ তাছাড়া এই NTFS ফাইল সিস্টেম এর সাহায্যে আপনি ব্যবহার করতে পারবেন Disk Quota (এর সাহায্যে আপনি ঠিক করে দিতে পারবেন কোন USER কি পরিমান একটি HARD Disk Partition এর জায়গা ব্যবহার করতে পারেব ), Disk Mmout (এর সাহায্যে আপনি একটি Hard Disk Partition এর সাথে অন্য Hard Disk Partition এর লিঙ্ক দিতে পারবেন, যাতে করে আপনার কোন Hard disk এর জায়গা শেষ হয়ে গেলে অন্য Partition ব্যবহার করে)
এখন ঠিক করুন, আপনি কোন ফাইল সিস্টেম ব্যবহার করবেন FAT,FAT32 নাকি NTFS ?
আরো পড়ুন ...

Encryption ব্যবহারের সাহায্যে আপনার প্রয়োজনিয় ফাইল অথবা ফোল্ডার কে নিরাপদে রাখুন ৯৯.৯৯%

আমরা কম বেশি সবাই আমাদের নিজেদের প্রয়োজনে বিভিন্ন ফাইল অথবা ফোল্ডারের security নিয়ে একবার হলেও চিন্তা করে থাকি। যারা NTFS ব্যবহার করেন তারা হয়ত সবাই জানেন যে Encryption নামে একটি অপশন আছে যেটির সাহায্যে আপনি আপনার ফাইল অথবা ফোল্ডারকে secure রাখতে পারবেন ৯৯.৯৯%, এই অপশনটি ব্যবহারের জন্য নিচের পদ্ধতিটা দেখতে পারেন।
Go to desired file or folder location -> right click your mouse – > go to properties -> from general option go to Advanced -> from here check the “Encrypt contents to secure your data” -> click OK twice. নিচের ছবিটি দেখুন
benefit of ntfs file system


আমরা হয়ত সবাই এই ENCRYPTION এর কথা জানি। কিন্তু এর মধ্যে কিছু ব্যাপার রয়েছে যা হয়ত অনেকের অজানা। আর তা হল
১ আপনি এক সাথে Compression এবং Encryption ব্যবহার করতে পারবেন না। কারণ এই দুই সেবা এক অপরের বিপরীত মূখি হিসেবে কাজ করে।
২ আপনি যখন কোন ফাইল অথবা ফোল্ডারের উপর ENCRYPTION ব্যবহার করবেন তখন computer নিজ থেকে একটি SECURITY KEY ব্যবহারকারির এক্যাউন্ট এবং ঐ ফাইল/ফোল্ডারের মধ্যে দিয়ে দেয়, যা computer অন্য কারো সাথে শেয়ার করে না। এমনকি Administrator group related user account এর কাছে এই Security Key থাকে না। যার কারণে ঐ User accout ছাড়া ঐ ফাইল অথবা ফোল্ডার অন্যের পক্ষে ব্যবহার করা সম্ভব হয়র উঠে না।
মনে রাখবেন : যেহেতু computer Security key শুধুমাত্র ঠিক করা user account এবং files/folders এর মধ্যে থাকে, সেহেতু যদি কোন কারণে আপনি ঐ user account ডিলিট করে দিলে আপনার পক্ষে ঐ ফাইল অথবা ফোল্ডারগুলো ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
আরো পড়ুন ...

খুব সহজে আপনার computer এর অপ্রয়োজনিয় ফাইলগুলো ডিলিট করুন

আমরা কম বেশী সবাই জানি, যখন computer ব্যবহার হয় তখন computer নিজ প্রয়োজনে কিছু ফাইল জমা করে। এবং এই ফাইলগুলো পরে আর কোন প্রয়োজনে আসে না যেমন : temp,recent,history file এখন এই ফাইলগুলো বার বার computer ব্যবহাররে পর ডিলিট করা বেশ বিরক্তিকর। এখন আপনি ইচ্ছে করলে খুব সহজে এই ঝামেলা থেকে মুক্ত হতে পারেন শুধুমাত্র একটি .cmd ফাইল এর সাহায্যে।
আপনি নিচের লেখাগুলো একটি নোটপ্যাডে কপি করে yourname.cmd নামে সেভ করে এর উপর দুইবার ক্লিক করুন। ২ সেকেন্ডের মধ্যে আপনার সব ফাইল ডিলিট হয়ে যাবে।
@echo off
if %username% == Administrator.WINDOWS goto admin
REM ** Delete User Files **
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Recent”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\Temp”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\History\History.ie5″
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\Temporary Internet Files\content.ie5″
goto end
:admin
REM ** Do some extra stuff here **
REM ** What ever you want….. **
ECHO You are a Administrator
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Recent”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\Temp”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\History\History.ie5″
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local Settings\Temporary Internet Files\content.ie5″
REM ** Do more stuff here **
REM ** Blah, blah, blah……**
:end
exit
আরো পড়ুন ...