Pen drive-এর
উপকারিতা কি কি তা আমাদের সবারই জানা আছে। এই Pen drive-এর
অনেকগুলো উপকারিতার মধ্যে একটি উপকারিতা হল এটা দিয়ে খুব সহজে এবং দ্রুততম সময়ে
অপারেটিং সিস্টেম ইন্সটল করা যায়। কিন্তু এই সুবিধা ভোগ করার জন্য আমাদেরকে 3rd party software ব্যবহার করতে হয়। কিন্তু এখন আর 3rd party software ব্যবহার করতে হবে না আপনাকে Bootable windows 7 Pen drive তৈরি করতে। আসুন দেখে নিই
কিভাবে--
আপানার যা প্রয়োজন - ১
* ৪ জিবি
পেন-ড্রাইভ (NTFS ফাইল সিস্টেম -এ ফরম্যাট করা) এবং windows 7 installation ডিস্ক।
এখন শুরু করা যাক Bootable windows 7 Pen
drive তৈরি করা --
১ প্রথমে আপনি ডস কমান্ড ওপেন করুন। Start>>>all programs>>>accessories>>>Command
prompt
২ এখন টাইপ করুন Xcopy X:\*.*
/s/e/f Y:\
মনে রাখা প্রয়োজন যে, এখানে X দিয়ে CD Drive কে এবং Y দিয়ে Pen drive কে বুঝানো হয়েছে।
৩ এখন আপনার Bootable windows 7 Pen drive তৈরি করা শুরু হবে বেশি হলে ৫-১০ মিনিট সময়
লাগবে।
এরপর আপনি আপনার
কম্পিউটার restart করে BIOS থেকে
Pen drive থেকে বুট করার জন্য কনফিগার করে দিন।
এটি How to create Bootable pen drive for Windows
Seven এর বাংলা
অনুবাদ
I am MCSA expert.I do blogging on Networking, Blogger, Computer Tips and Tricks, Latest Technology News. You may write to me about your problem
here.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোষ্টের উপর আপনার মূল্যবান মতামত প্রদান করুন।
* আপনাদের যে কোন সমস্যা, মতামত এর মাধ্যমে এইখানে প্রদান করুন