Ubuntu live Pendrive অপেক্ষাকৃত কম সময়ে চালু হয়  Ubuntu live CD থেকে অনেক দ্রুতভাবে। বেশি কথা না  বলে দেখিয়ে দিই কিভাবে।
যা প্রয়োজন :
২।  Ubuntu installation ISO file. এটি ফ্রিতে পাওয়া যায়। ডাউনলোড  ঠিকানা http://www.ubuntu.com/getubuntu/download
৩। ১ থেকে  ২ GB ধারন ক্ষমতাসম্পন্ন পেন  ড্রাইভ
এখন তৈরি করা যাক  উবুন্তু ইউএসবি  ঃ
* প্রথমে  ডাউনলোড করা Unebootin রান করুন
 
* একটি  নতুন উইনন্ডো আসবে
* এখানে আপনার ডাউনলোড করা Ubuntu ISO ফাইলটি দেখিয়ে দিন এবং সবার নিচে ড্রাইভ হিসেবে আপনার পেন ড্রাইভকে দেখিয়ে OK বাটনে ক্লিক করুন
 
* এখানে আপনার ডাউনলোড করা Ubuntu ISO ফাইলটি দেখিয়ে দিন এবং সবার নিচে ড্রাইভ হিসেবে আপনার পেন ড্রাইভকে দেখিয়ে OK বাটনে ক্লিক করুন
* আপনার  উবুন্তু ইউএসবি তৈরি করা কাজ শুরু হবে। (৫-৬ মিনিট লাগতে পারে বেশি  হলে)
 
* উবুন্তু  ইউএসবি তৈরি করা শেষ হলে একটি মেসেজ আসবে Reboot এবং  Exit নিয়ে
* আপনার  উবুন্তু ইউএসবি তৈরি করা শেষ। এখন আপনার কম্পিউটার রিবুট করে BIOS কনফিগার করুন পেন ড্রাইভ থেকে বুট  করার জন্য। 
এটি     Create a Bootable UBUNTU Pen Drive   এর বাংলা অনুবাদ


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোষ্টের উপর আপনার মূল্যবান মতামত প্রদান করুন।
* আপনাদের যে কোন সমস্যা, মতামত এর মাধ্যমে এইখানে প্রদান করুন