Share/Bookmark Subscribe

বুধবার, ১৮ আগস্ট, ২০১০

Ubuntu live CD এর বিকল্প হিসেবে Ubuntu live Pendrive ব্যবহার করুন

Ubuntu live Pendrive অপেক্ষাকৃত কম সময়ে চালু হয় Ubuntu live CD থেকে অনেক দ্রুতভাবে। বেশি কথা না বলে দেখিয়ে দিই কিভাবে।

যা প্রয়োজন :

১। Unebootin software. সাইজ : 4.31 MB. ডাউনলোড ঠিকানা Unebootin

২। Ubuntu installation ISO file. এটি ফ্রিতে পাওয়া যায়। ডাউনলোড ঠিকানা http://www.ubuntu.com/getubuntu/download

৩। ১ থেকে ২ GB ধারন ক্ষমতাসম্পন্ন পেন ড্রাইভ

এখন তৈরি করা যাক উবুন্তু ইউএসবি

* প্রথমে ডাউনলোড করা Unebootin রান করুন
 
* একটি নতুন উইনন্ডো আসবে

* এখানে আপনার ডাউনলোড করা Ubuntu ISO ফাইলটি দেখিয়ে দিন এবং সবার নিচে  ড্রাইভ হিসেবে আপনার পেন ড্রাইভকে দেখিয়ে  OK বাটনে ক্লিক করুন
 

* আপনার উবুন্তু ইউএসবি তৈরি করা কাজ শুরু হবে। (৫-৬ মিনিট লাগতে পারে বেশি হলে)
 
* উবুন্তু ইউএসবি তৈরি করা শেষ হলে একটি মেসেজ আসবে Reboot এবং  Exit নিয়ে

* আপনার উবুন্তু ইউএসবি তৈরি করা শেষ। এখন আপনার কম্পিউটার রিবুট করে BIOS কনফিগার করুন পেন ড্রাইভ থেকে বুট করার জন্য। 

এটি Create a Bootable UBUNTU Pen Drive  এর বাংলা অনুবাদ
EMDAD

Author: Emdad

I am MCSA expert.I do blogging on Networking, Blogger, Computer Tips and Tricks, Latest Technology News. You may write to me about your problem here.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোষ্টের উপর আপনার মূল্যবান মতামত প্রদান করুন।

* আপনাদের যে কোন সমস্যা, মতামত এর মাধ্যমে এইখানে প্রদান করুন