Share/Bookmark Subscribe

বুধবার, ১৮ আগস্ট, ২০১০

Encryption ব্যবহারের সাহায্যে আপনার প্রয়োজনিয় ফাইল অথবা ফোল্ডার কে নিরাপদে রাখুন ৯৯.৯৯%

আমরা কম বেশি সবাই আমাদের নিজেদের প্রয়োজনে বিভিন্ন ফাইল অথবা ফোল্ডারের security নিয়ে একবার হলেও চিন্তা করে থাকি। যারা NTFS ব্যবহার করেন তারা হয়ত সবাই জানেন যে Encryption নামে একটি অপশন আছে যেটির সাহায্যে আপনি আপনার ফাইল অথবা ফোল্ডারকে secure রাখতে পারবেন ৯৯.৯৯%, এই অপশনটি ব্যবহারের জন্য নিচের পদ্ধতিটা দেখতে পারেন।
Go to desired file or folder location -> right click your mouse – > go to properties -> from general option go to Advanced -> from here check the “Encrypt contents to secure your data” -> click OK twice. নিচের ছবিটি দেখুন
benefit of ntfs file system


আমরা হয়ত সবাই এই ENCRYPTION এর কথা জানি। কিন্তু এর মধ্যে কিছু ব্যাপার রয়েছে যা হয়ত অনেকের অজানা। আর তা হল
১ আপনি এক সাথে Compression এবং Encryption ব্যবহার করতে পারবেন না। কারণ এই দুই সেবা এক অপরের বিপরীত মূখি হিসেবে কাজ করে।
২ আপনি যখন কোন ফাইল অথবা ফোল্ডারের উপর ENCRYPTION ব্যবহার করবেন তখন computer নিজ থেকে একটি SECURITY KEY ব্যবহারকারির এক্যাউন্ট এবং ঐ ফাইল/ফোল্ডারের মধ্যে দিয়ে দেয়, যা computer অন্য কারো সাথে শেয়ার করে না। এমনকি Administrator group related user account এর কাছে এই Security Key থাকে না। যার কারণে ঐ User accout ছাড়া ঐ ফাইল অথবা ফোল্ডার অন্যের পক্ষে ব্যবহার করা সম্ভব হয়র উঠে না।
মনে রাখবেন : যেহেতু computer Security key শুধুমাত্র ঠিক করা user account এবং files/folders এর মধ্যে থাকে, সেহেতু যদি কোন কারণে আপনি ঐ user account ডিলিট করে দিলে আপনার পক্ষে ঐ ফাইল অথবা ফোল্ডারগুলো ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
EMDAD

Author: Emdad

I am MCSA expert.I do blogging on Networking, Blogger, Computer Tips and Tricks, Latest Technology News. You may write to me about your problem here.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোষ্টের উপর আপনার মূল্যবান মতামত প্রদান করুন।

* আপনাদের যে কোন সমস্যা, মতামত এর মাধ্যমে এইখানে প্রদান করুন